
দিন দিন করোনাভাইরাস আমাদের তাজা তাজা প্রাণ নিয়ে নিচ্ছে। যার ফলে চরা পাশে শুধু কান্না আর কান্না। যানিনা এই মাহামারি থেকে কবে রক্ষা পাবে বিশ্ব। যেহেতু এখনো পর্যন্ত কোন ভ্যাসিন আবিষ্কার হয়নি, তাই আমাদেরকে সাস্থবীধি মেনে জীবন-জাপন করতে হবে। তবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবার কারণে ঘরে বসে থাকার অবস্থা নাই। সে জন্যই আমাদেরকে বাহিরে যেতে হয়। তো জানা যাক আজকের করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ।
১৫/০৬/২০২০ – সোমবার। ====================== দেশে করোনাভাইরাস আক্রান্তের আজ ১০০ তম দিন।
দেশে ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত- ৩,০৯৯ জন।
এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ৯০,৬১৯ জন।
এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক সনাক্তের হার- পুরুষ- ৭১ শতাংশ এবং নারী- ২৯ শতাংশ।
সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ৫৮ টি ল্যাবে।
২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু- ৩৮ জন।
নতুন ৩৮ জন নিয়ে মোট মৃত্যু- ১,২০৯ জন।
সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার- ১.৩৩ শতাংশ।
এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক মৃত্যুর হার; পুরুষ- ৭৭ শতাংশ এবং নারী- ২৩ শতাংশ।
মৃতদের মধ্যে- ৩২ জন পুরুষ ও ০৬ জন নারী।
হাসপাতালে মারা গিয়েছে- ২৫ জন ও বাসায় মারা গিয়েছে- ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে- ০২ জন।
বিভাগ অনুযায়ী মৃতদের মধ্যে ঢাকা বিভাগে- ১৮ জন, চট্টগ্রাম বিভাগে- ১২ জন, রংপুর বিভাগে- ০১ জন, সিলেট বিভাগে- ০৬ জন, বরিশাল বিভাগে- ০১ জন।
ঘরে থাকুন সুস্থ থাকুন
মোট ৩৮ জন মৃতদের মধ্যে- ০৫ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ০৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ০৭ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ০৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ০৩ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ৩৪,০২৭ জন।
সনাক্ত বিবেচনায় সুস্ততার হার- ৩৭.৫৫ শতাংশ। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ১৫,৭৩৩ টি।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১৫,০৩৮ টি।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ৫,১৯,৫০৩ টি।
সারাদেশে কোয়ারেন্টাইন প্রতিষ্ঠান আছে- ৬২৯ টি।
২৪ ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে এসেছে- ২,৯২২ জন।
নতুন ২,৯২২ জন নিয়ে এ পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে এসেছে- ৩,২৩,৩৫৮ জন।
২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে- ৩,০৬৭ জন।
এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছে- ২,৬১,৬৮৯ জন।
২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছে- ৫৩৬ জন নতুন ৫৩৬ জন নিয়ে এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছে- ১৫,৮৪৪ জন।
২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছে- ২৯৫ জন।
এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছে মোট- ৫,৮১৮ জন।
দেশে আইসোলেশন শয্যা রয়েছে-১৩,২৮৪ টি।
তার মধ্যে ঢাকা সিটিতে রয়েছে- ৭,২৫০ টি; এবং ঢাকার বাইরের জেলা গুলির হাসপাতালেতে রয়েছে- ৬,০৩৪ টি দেশে মোট আইসিইউ আছে- ৩৯৯ টি।
২৪ ঘন্টায় বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ- ৭৩ জন। ২৪ ঘন্টায় স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ- ৪৫৭ জন।
২৪ ঘন্টায় সমুদ্রবন্দর দিয়ে দেশে প্রবেশ- ১৫২ জন।
এ পর্যন্ত সকল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন- ৭,১৯,১২১ জন মানুষ।
করোনাভাইরাস থোকে সতর্ক থাকার উপায়
দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সুতরা আমাদেরকে সতকর্তা অবলম্বন করে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। সামাজি দূরত্ব বজায় রাখতে হবে। সাস্থবিধী মেনে ঘর থেকে বের হতে হবে। সাধারণ জ্বর কাশি দেখা দিলে ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা উপসর্গ দেখা দিলে ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। আজকে এখানেই শেষ করছি করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ।
গুড