
করোনাভাইরাস দিন দিন ভয়ংকর রূপ ধারন করছে। যা আমাদের স্বভাবীক জীবনকে সংকটময় রূপে পরিনত করছে। এই ভাইরাস থেকে বাঁচতে সতর্কতার কোন বিকল্প নাই। সবায়কে সুস্থ থাকতে হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তা না হলে এই মহামারী থেকে বাঁচা সম্ভব না। তাই নিজেরা সতর্কতা অবলম্বনের পাশাপাশি অন্যদেরকেও সতর্কতা নিশ্চিত করতে হবে। নিচে করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ। সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
দেশে করোনাভাইরাস সনাক্তের আজ ১০১ তম দিন।
দেশে ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত– ৩,৮৬২ জন।
এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ৯৪,৪৮১ জন। সনাক্তের হার- ২২.৪৪ শতাংশ।
এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক সনাক্তের হার- পুরুষ- ৭১ শতাংশ এবং নারী- ২৯ শতাংশ।
সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ৬১ টি ল্যাবে।
২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু- ৫৩ জন।
নতুন ৫৩ জন নিয়ে মোট মৃত্যু- ১,২৬২ জন।
সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার- ১.৩৪ শতাংশ।
এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক মৃত্যুর হার; পুরুষ- ৭৭ শতাংশ এবং নারী- ২৩ শতাংশ।
মৃতদের মধ্যে- ৪৭ জন পুরুষ ও ০৬ জন নারী।
হাসপাতালে মারা গিয়েছে- ৩৪ জন ও বাসায় মারা গিয়েছে- ১৮ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে- ০১ জন।
বিভাগ অনুযায়ী মৃতদের মধ্যে ঢাকা বিভাগে- ৩০ জন, চট্টগ্রাম বিভাগে- ১৪ জন, রাজশাহী বিভাগে- ০৪ জন, খুলনা বিভাগে- ০৩ জন, বরিশাল বিভাগে- ০১ জন, ময়মনসিংহ বিভাগে- ০১ জন।
মোট ৫৩ জন মৃতদের মধ্যে- ০১ জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে, ০৮ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ১৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ০৯ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ০২ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ০৩ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ০১ জনের বয়স ১১-২০ বছরের মধ্যে।
ঘরে থাকুন নিরাপদ থাকুন
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ২,২৩৭ জন নতুন ২,২৩৭ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ৩৬,২৬৪ জন।
সনাক্ত বিবেচনায় সুস্ততার হার- ৩৮.৩৮ শতাংশ।
২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ১৮,৪০৩ টি। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১৭,২১৪ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ৫,৩৬,৭১৭ টি।
সারাদেশে কোয়ারেন্টাইন প্রতিষ্ঠান আছে- ৬২৯ টি। ২৪ ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে এসেছে- ৩,৪২১ জন।
নতুন ৩,৪২১ জন নিয়ে এ পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে এসেছে- ৩,২৬,৭৭৯ জন।
২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে- ২,৫৪৪ জন।
এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছে- ২,৬৪,২৩৩ জন।
২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছে- ৬৩৫ জন নতুন ৬৩৫ জন নিয়ে এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছে- ১৬,৪৭৯ জন।
২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছে- ৩৫৯ জন।
এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছে মোট- ৬,১৭৭ জন। দেশে আইসোলেশন শয্যা রয়েছে-১৩,২৮৪ টি।
তার মধ্যে ঢাকা সিটিতে রয়েছে- ৭,২৫০ টি; এবং ঢাকার বাইরের জেলা গুলির হাসপাতালেতে রয়েছে- ৬,০৩৪ টি দেশে মোট আইসিইউ আছে- ৩৯৯ টি।
ডায়ালাইসিস ইউনিট আছে- ১০৬ টি। ২৪ ঘন্টায় বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ- ৮১৫ জন।
২৪ ঘন্টায় স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ- ১৯ জন। ২৪ ঘন্টায় সমুদ্রবন্দর দিয়ে দেশে প্রবেশ- ১৫১ জন।
এ পর্যন্ত সকল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন- ৭,২০,১০৬ জন মানুষ।
সতর্কতা অবলম্ভনের পদ্ধতি
- বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়া
- মাস্ক ব্যবহার করা
- সামাজিক দূরত্ব বজায় রেখে চলা
- ভিটামিন সি বেশি খাওয়া
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।
- অপ্রয়োজনে বাহিরে বের না হওয়া
- করোনা উপসর্গ দেখা দিলে ডক্টরের সাথে যোগাযোগ করা
- অসুস্থতা অনুভব করলে হোম কোয়ারেন্টাইনে থাকা
- হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা।
ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন
করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ। পেতে আমদের সাথেই থাকুন।
3 thoughts on “করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ।”