
বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম জেলাটি অন্যতম একটি জেলা। যেটাকে বানিজ্যিক এলাকা নামেও অনেক পরিচিত। দেশের প্রায় বেশের ভাগ আমদানী- রপ্তানী এই জেলার মধ্যে দিয়ে হয়ে থাকে। চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম একটি বড় শহর ঢাকার পরই এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শহর। বাংলাদেশে যে সমস্ত আন্তর্জাতি বাণিজ্য হয় থাকে সব চট্টগ্রামের হাত ধরেেই। বাংলদেশের প্রায় ১৫% শেয়ার একাই বহন করে আসছে চট্টগ্রাম। চট্টগ্রামকে তাই বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বলে থাকে। প্রাকৃতিক সুন্দর্যে দিক দিয়ে চট্টগ্রাম অনন্য। এখানে রয়েছে অসংখ্য পাহাড়-পর্বত ও নদী। দেশ বিদেশ থেকে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে আসে চট্টগ্রাম। চট্টগ্রামে রয়েছে সমুদ্র বন্দর যা মোম্বাই এর পর সবথেকে বড় সমুদ্রবন্দর। চট্টগ্রাম জেলার বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল:
চট্টগ্রাম জেলার মানচিত্র

আয়তন:
৫২৮৩ বর্গ কিলোমিটার
জেলা কোড:
চট্টগ্রাম নামকরনের ইতিহাস
চট্টগ্রামের প্রায় ৪৮ টি নামের খোজ পাওয়া যায়। এর মধ্যে রম্যভূমি, চাটিগাঁ, চাতগাও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামেন উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য আছে, পন্ডিত বার্রোলির মতে, আরবি ‘শ্যাত (খন্ড) অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি।
অপর এক মতে ত্রয়োগশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিলেন বার জন আওলিয়া। তাঁরা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উচু যায়গায় স্থাপন করেছিলেন।
এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সর মতে, এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। ১৬৬৬ খ্রিস্টাব্দে মীর কাশিম আলী খান ইসলামাবাদকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করেন। পরে কোম্পানি এর নাম রাখেন চিটাগাং।
চট্টগ্রামে জনসংখ্যা
চট্টগ্রাম শহরের জনসংখ্যা ২৫০০০০ জনেরও বেশি, চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকার জনসংখ্যা ৪০০৯৪২৩ জন। ২০০২ সালের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যা ৫৪.৩৬% হল পুরুষ এবং ৪৫.৬৪% হল মহিলা, শহরের সাক্ষরতার হার ৬০% ছিল।
মুসলমানরা ৮৬% জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠ এবং বাকি ১২% হিন্দু এবং ২% অন্যান্য ধর্মের লোক বাস করে।
যোগাযোগ ও গণমাধ্যম
চট্টগ্রামে উল্লেখযোগ্য দৈনিক পত্রিকার মধ্যে রয়েছে দৈনিক আজাদী, দৈনিক পূর্বকাণ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এবং দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ। এছাড়া জাতিয় দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম সংস্করন বের হয়।
সাপ্তাহিক পত্রিকা: সাপ্তাহিক চট্টগ্রাম দর্পণ, সাপ্তহিক চাটগার সংবাদ, সাপ্তাহিক চট্টলা, সাপ্তাহিক স্লোগান, সাপ্তাহিক ইসতেহাদ, সাপ্তাহিক রায়হান।
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের মূল ষ্টুডিও আগ্রাবাদে অবস্থিত। এছাড়া কালুর ঘাটে একটি বেতার সম্প্রচার কেন্দ্র রয়েছে। বাংলাদেশ টেলিভিশন এর চট্টগ্রাম কেন্দ্র পাহাড়তলীতে অবস্থিত।
বেসককারি এফ রেডিও, রেডিও ফুর্তি এবং রেডিও টুডের চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র রয়েছে।
বিখ্যাত খাবার
শুটকি
বিখ্যাত স্থান
- ফয়স লেক
- চট্টগ্রাম চিড়িয়াখানা
- চট্টগ্রাম শিশুপার্ক
- জাতিতাত্ত্বিক জাদুঘর
- আগ্রাবাদ
- বাটালি হিল
- ডিসি অফিস ( পরীর পাহাড়)
- কোর্ট বিল্ডিং
- য়ার সিমেট্টি (কমনওয়েলথ যুদ্ব সমাধি)
- কদম মোবারক মসজিদ
- শাহ্ আমানতের (রহ.) দরগা
- বদর আউলিয়া (রহ.) দরগা
- বায়েজিদ বাস্তামির (রহ.) মাজার
- শেখ ফরিদের চশমা
- ওলি খাঁর মসজিদ
- হামজারবাগ
- পাথরঘাটা রোমান ক্যাথলিক গির্জা
- চট্টগ্রাম বৌদ্ধবিহার
- নন্দনকানন
- কৈবল্যধাম
- চন্দ্রনাথ পাহাড় ও মন্দির
- সীতাকুন্ড
- বাঁশখালী ইকোপার্ক
- সীতাকুন্ড ইকোপার্ক
পার্ক, বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
- ফয়েজ লেক
- জাতি-তাত্ত্বিকক জাদুঘর
- মুসলিম হল
- ডিসি হল
- পতেঙ্গা সমুদ্র সৈকত
- পতেঙ্গা বাটারফ্লাই পার্ক
- ফয়েজ লেক ওয়াটার ল্যান্ড
- কাজির দেউরি জাদুঘর
- বাংলাদেশ নেভাল একাডেমি
- বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক,সিতাকুন্ড
- বাংলাদেশ নেভাল একডেমি
- জাম্বুরি পার্ক
- কেন্দ্রীয় শহীদ মিনার
চট্টগ্রাম জেলার উপজেলাসমূহ
- আনোয়ারা উপজেলা
- কর্ণফুলি উপজেলা
- চন্দনাইশ উপজেলা
- পটিয়া উপজেলা
- ফটিকছড়ি উপজেলা
- বাঁশখালি উপজেলা
- বোয়ালখালী উপজেলা
- মীরসরাই উপজেলা
- রাউজান উপজেলা
- রাঙ্গুনিয়া উপজেলা
- লোহাগড়া উপজেলা
- সন্দ্বীপ উপজেলা
- সাতকানিয়া উপজেলা
- সীতাকুণ্ড উপজেলা
- হাটহাজারী উপজেলা
আজকে এখানেই শেষ করলাম চট্টগ্রাম জেলার বিভিন্ন তথ্য বিস্তারিত আলোচনা। সবায় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।
ঢাকা জেলার বিভিন্ন তথ্য |
2 thoughts on “চট্টগ্রাম জেলার বিভিন্ন তথ্য”