
দিন দিন করোনার প্রভাব বেরেই চলছে। এ পরিস্থিতি কত দিন থাকবে তা কারোরই জানা নেই তবে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। ঘর থেকে বের হলে সরকারের সাস্থবিধী মেনে বের হতে হবে। অনেক দেশই এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করে যাচ্ছে। তবে কবে নাগাদ তা সফলতা অর্জন করেবে বলা যাচ্ছেনা। তো সকলেই আসা করছে খুব তারাতাড়ি এর একটা ফল পাওয়া যাবে। সেজন্য সকলকে সুস্থ থাকাটা জরুরী। এবং অন্যকেও সুস্থা থারার জন্য সতর্ক করতে হবে। তো শুরু করছি আজকের করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ।
দেশে করোনাভাইরাস সনাক্তের আজ ১০২ তম দিন।
দেশে ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত- ৪,০০৮ জন।
এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ৯৮,৪৮৯ জন।
সনাক্তের হার- ২২.৮৭ শতাংশ। এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক সনাক্তের হার- পুরুষ- ৭১ শতাংশ এবং নারী- ২৯ শতাংশ।
সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ৫৯ টি ল্যাবে।
২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু- ৪৩ জন। নতুন ৪৩ জন নিয়ে মোট মৃত্যু- ১,৩০৫ জন। সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার- ১.৩৩ শতাংশ।
এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক মৃত্যুর হার; পুরুষ- ৭৭ শতাংশ এবং নারী- ২৩ শতাংশ।
মৃতদের মধ্যে- ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী।
হাসপাতালে মারা গিয়েছে- ২৭ জন ও বাসায় মারা গিয়েছে- ১৫ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে- ০১ জন।
বিভাগ অনুযায়ী মৃতদের মধ্যে ঢাকা বিভাগে- ২১ জন, চট্টগ্রাম বিভাগে- ১২ জন, রাজশাহী বিভাগে- ০৪ জন, খুলনা বিভাগে- ০২ জন, সিলেট বিভাগে- ০১ জন, ময়মনসিংহ বিভাগে- ০২ জন, রংপুর বিভাগে- ০১ জন।
মোট ৪৩ জন মৃতদের মধ্যে- ০২ জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে, ০৯ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ০৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ০৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ০৪ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ০১ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ০১ জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, ০১ জনের বয়স ০-১০ বছরের মধ্যে।
ঘরে থাকুন সুস্থ থাকুন
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন– ১,৯২৫ জন নতুন ১,৯২৫ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ৩৮,১৮৯ জন। সনাক্ত বিবেচনায় সুস্ততার হার- ৩৮.৭৭ শতাংশ।
২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ১৮,৯২২ টি। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১৭,৫২৭ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ৫,৫৪,২৪৪ টি।
সারাদেশে কোয়ারেন্টাইন প্রতিষ্ঠান আছে- ৬২৯ টি। ২৪ ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে এসেছে- ৩,০৪১ জন।
নতুন ৩,০৪১ জন নিয়ে এ পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে এসেছে- ৩,২৯,৮২০ জন।
২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে- ৩,০৯৭ জন।
এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছে- ২,৬৭,৩৩০ জন।
২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছে- ৭১৮ জন নতুন ৭১৮ জন নিয়ে এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছে- ১৭,১৯৭ জন।
২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছে- ২৬৮ জন।
এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছে মোট- ৬,৪৪৫ জন।
দেশে আইসোলেশন শয্যা রয়েছে-১৩,২৮৪ টি।
তার মধ্যে ঢাকা সিটিতে রয়েছে- ৭,২৫০ টি; এবং ঢাকার বাইরের জেলা গুলির হাসপাতালেতে রয়েছে- ৬,০৩৪ টি দেশে মোট আইসিইউ আছে- ৩৯৯ টি।
ডায়ালাইসিস ইউনিট আছে- ১০৬ টি।
২৪ ঘন্টায় বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ- ৫১৩ জন।
২৪ ঘন্টায় স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ- ৩৩৭ জন। ২৪ ঘন্টায় সমুদ্রবন্দর দিয়ে দেশে প্রবেশ- ১৪০ জন।
এ পর্যন্ত সকল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন- ৭,২১,০৯৬ জন মানুষ।
করোনা থেকে রক্ষা পাবার উপায়
- বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়া
- মাস্ক ব্যবহার করা
- ঘর থেকে অপ্রয়োজনে বাহিরে না বের হওয়া
- বেশি বেশি ভিটামিন সি খাওয়া
- সামাজিক দূরত্ব মেনে চলা
- হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহার করা
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, তো আজকে এখানেই শেষ করছি করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ।