
প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে উপস্থাপন করবো করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ। করোনাভাইরা দিন দিন আমাদের দেশে বেড়েই চলছে। এখনো পর্যন্ত এই ভাইরাসের কোন প্রতিশেধক আবিষ্কার হয়নি। তবে গবেষকরা আসা করছে খুব শিগ্রই এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করব। তো শুরু করা যাক আজকের আপডেট।
দেশে করোনাভাইরাস সনাক্তের আজ ১০৪ তম দিন।
দেশে ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত- ৩,২৪৩ জন।
এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ১,০৫,৫৩৫ জন।
সনাক্তের হার- ২১.৫৬ শতাংশ।
এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক সনাক্তের হার- পুরুষ- ৭১ শতাংশ এবং নারী- ২৯ শতাংশ।
২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু- ৪৫ জন।
নতুন ৪৫ জন নিয়ে মোট মৃত্যু- ১,৩৮৮ জন।
সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার- ১.৩২ শতাংশ। এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক মৃত্যুর হার; পুরুষ- ৭৭ শতাংশ এবং নারী- ২৩ শতাংশ।
মৃতদের মধ্যে- ৩২ জন পুরুষ ও ১৩ জন নারী। হাসপাতালে মারা গিয়েছে- ৩১ জন ও বাসায় মারা গিয়েছে- ১৪ জন।
বিভাগ অনুযায়ী মৃতদের মধ্যে ঢাকা বিভাগে- ২১ জন, চট্টগ্রাম বিভাগে- ১৬ জন, রাজশাহী বিভাগে- ০২ জন, খুলনা বিভাগে- ০২ জন, বরিশাল বিভাগে- ০১ জন, সিলেট বিভাগে- ০১ জন, ময়মনসিংহ বিভাগে- ০৪ জন।
মোট ৪৫ জন মৃতদের মধ্যে- ০৩ জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে, ০৪ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ০৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ০৪ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ০৩ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ০১ জনের বয়স ১১-২০ বছরের মধ্যে।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ২,৭৮১ জন নতুন ২,৭৮১ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ৪২,৯৪৫ জন।
সনাক্ত বিবেচনায় সুস্ততার হার- ৪০.৬৯ শতাংশ।
ঘরে থাকুন সুস্থ থাকুন
২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ১৬,৩২৭ টি।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১৫,০৪৫ টি।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ৫,৮৫,৫৪৮ টি।
সারাদেশে কোয়ারেন্টাইন প্রতিষ্ঠান আছে- ৬২৯ টি।
২৪ ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে এসেছে- ২,৫৮৫ জন।
নতুন ২,৫৮৫ জন নিয়ে এ পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টাইনে এসেছে- ৩,৩৫,২২৬ জন।
২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে- ২,২৩৭ জন।
এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছে- ২,৭২,১৭২ জন।
২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছে- ৬৮৪ জন নতুন ৬৮৪ জন নিয়ে এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছে- ১৮,৫৫৫ জন।
২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছে- ২৩৬ জন।
এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছে মোট- ৭,০৮১ জন।
দেশে আইসোলেশন শয্যা রয়েছে-১৩,২৮৪ টি।
তার মধ্যে ঢাকা সিটিতে রয়েছে- ৭,২৫০ টি; এবং ঢাকার বাইরের জেলা গুলির হাসপাতালেতে রয়েছে- ৬,০৩৪ টি দেশে মোট আইসিইউ আছে- ৩৯৯ টি।
ডায়ালাইসিস ইউনিট আছে- ১০৬ টি।
২৪ ঘন্টায় বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ- ৩৯৩ জন। ২৪ ঘন্টায় স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ- ২৭৫ জন।
২৪ ঘন্টায় সমুদ্রবন্দর দিয়ে দেশে প্রবেশ- ১৪০ জন।
এ পর্যন্ত সকল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন- ৭,২২,৪৮৫ জন মানুষ।
করোনা থেকে সতর্ক থাকার উপায়
- বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়।
- মাস্ক ব্যবহরা করা
- সাস্থবিধি মেনে চলা
- সামাজিক দূরত্ব নিশ্চিত করা
- অনুষ্ঠান, ঘনবশতি এরিয়ে চলা
- অসুস্থতা অনুভব হলে ডাক্তারের পরামর্শ নেওয়া
- অন্যকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া
- আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকা
- বেশি দরকার না হলে ঘর থেকে বের না হওয়া
- হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা
- জীবানু নাশক স্প্রে ব্যবহার করা
আবারো বলছি সুস্থ থাকতে হলে ঘরে থাকার বিকল্প নেই। অজথা বাহিরে ঘুরাঘুরি না করে ঘরের ভিতরে থাকুন। নিজে সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখুন, পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে জতি সুস্থ থাকবে। তো আজকে এখানেই শেষ করছি করোনাভাইরাস আপডেট- বাংলাদেশ।
Тут можно прочитать про для чего нужно слабительное, а ещё интересно написано про если выиграл в лотерею куда обращаться
http://yourdesires.ru/fashion-and-style/fashion-trends/743-chto-takoe-espadrili.html
микоцин отзывы можно посмотреть на сайте микоцин актив комплекс от грибка